গোলেকিলিয়ান এমবাপ্পে গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ সমতা নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এই ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি করলেও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল। এদিন ম্যাচের প্রথমার্ধে বিতর্কিত এক পেনাল্টিতে অ্যাটলেটিকোর হয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ। তবে বিরতি থেকে ফেরার পরপরই স্বাগতিকদের সমতায় ফেরান এমবাপ্পে। এ ড্রয়ে ২৪ ম্যাচে ৫৯ পয়েন্টে লিগ শীর্ষে রিয়াল, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো। তৃতীয়স্থানে থাকা বার্সেলোনা আজ (৯ ফেব্রুয়ারি) সেভিয়ার বিপক্ষে জিতলে শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমাতে পারবে।জুনিয়র, জুড বেলিংহাম ও রদ্রিগোকে একসঙ্গে খেলান রিয়াল কোচ। প্রথমার্ধে মাঝমাঠের লড়াইয়ে খেলা গতি হারালেও ভিনি একবার সুযোগ পেয়েছিলেন, তবে লক্ষ্যভ্রষ্ট শট নেন
।ম্যাচের ৩৫তম মিনিটে বিতর্কের জন্ম দেয় অ্যাটলেটিকোর পেনাল্টি। রিয়ালের চুয়ামেনি পেনাল্টি বক্সে সামুয়েল লিনোর পায়ে চাপ দিলে ভিএআর দেখে স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে আলভারেজ ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে রিয়াল। এরপর একাধিক সুযোগ পায় রিয়াল। বেলিংহামের হেড ক্রসবারে লেগে ফিরে আসে, আরেকটি শট অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক ঠেকিয়ে দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)