Dhaka 5:49 am, Wednesday, 18 June 2025

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক নার্স দিবস

বাংলাদেশ জেরন্টোলজিক্যাল এসোসিয়েশন (বিজিএ) এর উদ্যোগে গত ৩০ মে শুক্রবার আন্তর্জাতিক নার্স দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ। তিনি তাঁর বক্তব্যে নার্সদের মানবিক সেবা স্বাস্থ্য সেবা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, সেবা প্রদানের পাশাপাশি সৌজন্যমূলক অভিবাদন, হাস্যোজ্জ্বল ব্যবহার ও সদয় আচরণ রোগীদের প্রতি সেবার মান বহুগুণ বৃদ্ধি করতে পারে। তিনি বলেন, এটি শুধু মাত্র পেশাগত দায়িত্ব নয় বরং একটি মানবিক গুন, যা রোগীর আস্থা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক। তিনি বলেন, “নার্সদের দক্ষতা উন্নয়ন ও পরিচর্যার মান বৃদ্ধি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত একটি খাত।

তিনি আরো বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু রয়েছে, আগামী মাসে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরো একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু হবে এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য সরকারি হাসপাতালে এ ধরনের ওয়ার্ড চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। তিনি বলেন, এই উদ্যোগ প্রবীণ নাগরিকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক জনাব আনোয়ার হোসেন আকন্দ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার জনাব হালিমা আক্তার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম, সাবেক পরিচালক প্রফেসর তাহমিনা আখতার এবং সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বর্তমান পরিচালক প্রফেসর ডঃ মাহবুবা সুলতানা।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মাহবুবা সুলতানা বলেন, নার্সিং পেশাকে একটি মানবিক ও শক্তিশালী পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষা, নীতি ও গবেষণার সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করতে হবে।

আলোচনা সভায় বিজিএ’র বিভিন্ন পর্যায়ের সাবেক- বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও ঢাকার ১টি সরকারি ও ৪টি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আলোচনা সভা

Update Time : 12:56:19 pm, Saturday, 31 May 2025

বাংলাদেশ জেরন্টোলজিক্যাল এসোসিয়েশন (বিজিএ) এর উদ্যোগে গত ৩০ মে শুক্রবার আন্তর্জাতিক নার্স দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ। তিনি তাঁর বক্তব্যে নার্সদের মানবিক সেবা স্বাস্থ্য সেবা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, সেবা প্রদানের পাশাপাশি সৌজন্যমূলক অভিবাদন, হাস্যোজ্জ্বল ব্যবহার ও সদয় আচরণ রোগীদের প্রতি সেবার মান বহুগুণ বৃদ্ধি করতে পারে। তিনি বলেন, এটি শুধু মাত্র পেশাগত দায়িত্ব নয় বরং একটি মানবিক গুন, যা রোগীর আস্থা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক। তিনি বলেন, “নার্সদের দক্ষতা উন্নয়ন ও পরিচর্যার মান বৃদ্ধি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত একটি খাত।

তিনি আরো বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু রয়েছে, আগামী মাসে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরো একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু হবে এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য সরকারি হাসপাতালে এ ধরনের ওয়ার্ড চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। তিনি বলেন, এই উদ্যোগ প্রবীণ নাগরিকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক জনাব আনোয়ার হোসেন আকন্দ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার জনাব হালিমা আক্তার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম, সাবেক পরিচালক প্রফেসর তাহমিনা আখতার এবং সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বর্তমান পরিচালক প্রফেসর ডঃ মাহবুবা সুলতানা।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মাহবুবা সুলতানা বলেন, নার্সিং পেশাকে একটি মানবিক ও শক্তিশালী পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষা, নীতি ও গবেষণার সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করতে হবে।

আলোচনা সভায় বিজিএ’র বিভিন্ন পর্যায়ের সাবেক- বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও ঢাকার ১টি সরকারি ও ৪টি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।