গত মাসে পাকিস্তানের হাতে আটক হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান পূর্ণম কুমারকে ছেড়ে দিয়েছে পাকিস্তান। বুধবার (১৪ মে) পাঞ্জাবের অমৃতসরের আটারির চেকপোস্টে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় ৪০ বছর বয়সী ওই বিএসএফ জওয়ানকে।
গত ২৩ এপ্রিল আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার ঘটনায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স পূর্ণম কুমারকে আটক করেছিল। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তানের হেফাজতে থাকা পূর্ণমকে শান্তিপূর্ণভাবে এবং প্রটোকল অনুসারে হস্তান্তর করা হয়। ১৭ বছর ধরে বিএসএফে কর্মরত পূর্ণম শা সর্বশেষ পাঞ্জাবের ফিরোজপুরে কর্মরত ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার একদিন পর ২৩ এপ্রিল ‘অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম’ করেন তিনি।সীমান্তে উত্তেজনার কারণে পাকিস্তান তাকে মুক্তির জন্য কোনো আলোচনার অনুরোধে সাড়া দেয়নি। তবে ভারতের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)