টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কোরআন শরিফ অবমাননার অভিযোগে এক যুবককে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ভাতগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম তাইজুল ইসলাম (২৫)। তিনি উপজেলার দুল্যা বেগম মধ্যপাড়া এলাকার বানেজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তাইজুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট ও ইমু আইডিতে এমন একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে কোরআন শরিফের ওপর বসে থাকতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
মির্জাপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ জানান, "রাতেই ফোনে খবর পাই, এক যুবক কোরআন শরিফ অবমাননার অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও প্যানেল কোডে মামলা দিয়ে বিকেলে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।"
এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)