ডিপফেইক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার।
সুপরিচিত কয়েকজন অস্ট্রেলিয়ান নারীর অনুমতি ছাড়া তাদের ডিপফেইক ছবি পর্ন সাইটে পোস্ট করায় এক ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার ডলার জরিমানার দাবি জানিয়েছে দেশটির ইসেইফটি কমিশন।
অ্যান্থনি রোটোনডো নামের এই ব্যক্তি ‘মিস্টারডিপফেইকস’ নামের একটি ওয়েবসাইটে এসব ছবি আপলোড করেন। আদালতের নির্দেশে ছবিগুলো মুছে ফেলার কথা থাকলেও তা মানেননি তিনি।
ফিলিপিন্সে থাকা অবস্থায় নির্দেশ অমান্য করেন, তবে দেশে ফেরার পর শুরু হয় তার বিরুদ্ধে মামলার কার্যক্রম।
২০২৩ সালের ডিসেম্বরে তিনি স্বীকার করেন, আদালতের আদেশ লঙ্ঘন করে ছবি সরাননি। পরবর্তীতে আদালতের কাছে নিজের পাসওয়ার্ডও শেয়ার করেন তিনি।
ইসেইফটি অফিস জানিয়েছে, ডিপফেইক ছবি ছাড়াই মানসিক যন্ত্রণায় ভুগেছেন ভুক্তভোগীরা। তাদের বক্তব্য—এই বিশাল অংকের জরিমানা শুধু দৃষ্টান্ত নয়, বরং ভবিষ্যতে অন্যদের এমন ভয়াবহ কাজ থেকে বিরত রাখবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে স্পষ্ট ডিপফেইক ঠেকাতে অস্ট্রেলিয়া ফেডারেল আইন পাশ করে। সেই আইন অনুযায়ী এটিই হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় শাস্তিমূলক জরিমানা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)