কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি'র দ্বিবার্ষিক কাউন্সিল (নির্বাচন) রবিবার (২ ফেব্রæয়ারি) ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা করেছে সভাপতি-সাধারণ সম্পাদক-সাংগঠনিক সম্পাদক খোকন প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ১০ ঘটিকায় আমান সরকার বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি'র যুগ্মসাধারণ সম্পাদক আজহারুল ইসলাম স্বপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী (হাতি প্রতীক) এর হাজী মাহবুবুর রহমান খোকন অসুস্থ থাকায় তার পক্ষে হোসেনপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভ‚ঁইয়া হিমেল, সাধারণ সম্পাদক প্রার্থী (আনারস প্রতীক) এর জিয়া উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী (মোরগ প্রতীক) এর আমিনুল ইসলাম। অপর প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে (হাঁস প্রতীকে) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, (চেয়ার প্রতীকে) সাধারণ সম্পাদক পদে মানিক মিয়া, (ফুটবল প্রতীকে) সাংগঠনিক সম্পাদক পদে মাহফুজ রানা প্রতিদ্বন্দিতা করছেন।
আয়োজিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন ও ওয়ার্ডের পর্যায়ের নেতাকর্মীরা। অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্যের মাধ্যমে সভাপতি প্রার্থী খোকন এর পক্ষে সাবেক চেয়ারম্যান হিমেল বলেন, রবিবার (২ ফেব্রæয়ারি) সভাপতি প্রার্থী হাজী মাহবুবুর রহমান খোকনকে (হাতি প্রতীকে) সাধারণ সম্পাদক প্রার্থী জিয়া উদ্দিনকে (আনারস প্রতীকে) সাংগঠনিক সম্পাদক প্রার্থী আমিনুল ইসলামকে (মোরগ প্রতীকে) একটা একটা ভোট দেওয়ার আহŸান জানান কাউন্সিলরদের প্রতি। তিনি আরো বলেন খোকন-জিয়া-আমিনুল প্যানেলকে বিজয় করলে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি একটি আদর্শিক শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে উঠবে ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)