হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের মহিষদুলং এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ও বাস চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক সোহেল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি পুটিজুরী ইউনিয়নের সম্ভপুর গ্রামের বাসিন্দা।
সোমবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বিরতিহীন বাস মহিষদুলং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক সোহেল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী বিরতিহীন বাসগুলোর বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং চালকদের প্রতি ক্ষোভও প্রকাশ পাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)