নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, অ্যাম্বুলেন্সটি বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসছিল। তখনই মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইঞ্জিনচালিত ভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত ও আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
অ্যাম্বুলেন্সটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি। ওসি রোকনুজ্জামান বলেন, এ ঘটনার পরপরই ঝিকরগাছা থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।তিনি আরও জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।