দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবাসরীয় ফাইনালে দেখা হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের। পারফরম্যান্সের মানদণ্ডে আট দলের এই ওয়ানডে টুর্নামেন্টের সেরা দুই দলই উঠেছে ফাইনালে। একই ভেন্যুতে গ্রুপসেরার লড়াইয়ে ভারতকে কাঁপিয়ে দিয়ে ৪৪ রানে হেরেছিলেন কিউইরা। ফাইনালে ভাগ্য নির্ধারক হয়ে উঠতে পারে যে পাঁচটি বিষয়-
হেনরির আগুনে বোলিং
নিউজিল্যান্ডের প্রায় সব ম্যাচেই প্রথম স্পেলে আগুনে বোলিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন ম্যাট হেনরি। চার ম্যাচে ১৬.৭০ গড়ে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া এই পেসারকে শুরুতে ঠিকঠাকভাবে সামলাতে না পারলে বিপদে পড়বে ভারত। গ্রুপপর্বের ম্যাচে ভারতকে আড়াইশর নিচে আটকে রাখতে ৪২ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন হেনরি।
বরুণের রহস্যময় স্পিন
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শেষ মুহূর্তে জায়গা পাওয়া বরুণ চক্রবর্তী প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেন এই রহস্যময় লেগ-স্পিনার।
রাচিন ও উইলিয়ামসনের চোখ রাঙানি
নিউজিল্যান্ডের ব্যাটিং স্তম্ভ কেইন উইলিয়ামসনের সঙ্গে উঠতি তারকা রাচিন রবীন্দ্রর চমৎকার রসায়ন প্রতিপক্ষের ঘুম কেড়ে নিচ্ছে। সেমিতে দুজনই করেছেন সেঞ্চুরি, গড়েছেন ১৬৪ রানের জুটি।
রোহিতের ঝড়ো শুরু
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার সর্বোচ্চ ইনিংস ৪১ রানের। বড় ইনিংস খেলতে না পারায় তার সমালোচনা হলেও কোচ গৌতম গম্ভীর বলেছেন, শুরুতে রোহিতের ঝড়ো ব্যাটিংয়ের প্রভাব অবিশ্বাস্য।
মন্থর উইকেট
লাহোরে সেমিফাইনালে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৩৬২ রান করেছিল নিউজিল্যান্ড। কিন্তু দুবাইয়ের মন্থর উইকেটে সেই সুখস্মৃতি কোনো কাজে আসবে না তাদের।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)