
প্রতি ঈদেই টিভি চ্যানেলগুলো তারকাবহুল বিশেষ অনুষ্ঠানমালায় দর্শকদের উপহার দেয়। এবারের ঈদ উপলক্ষে নাগরিক টিভির আয়োজনে থাকছে দুটি সেলিব্রিটি শো—‘তারকা আড্ডা’ ও ‘তারায় তারায়’, যেখানে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় ১৪ জন অভিনেত্রী।
‘তারকা আড্ডা’ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকছেন মৌসুমী মৌ, এবং প্রতিটি পর্বে একজন করে অভিনেত্রী অংশ নিয়ে তুলে ধরবেন তাদের ব্যক্তিজীবন, কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এই আয়োজনে অতিথি হিসেবে থাকছেন—বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মিম মানতাসা, তাবাস্সুম ছোঁয়া ও শিরিন শিলা। অনুষ্ঠানটি ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় প্রচারিত হবে।
অন্যদিকে, ‘তারায় তারায়’ শো’টি উপস্থাপনা করবেন নীল হুরে জাহান, যেখানে অংশ নেবেন আরও সাতজন জনপ্রিয় অভিনেত্রী—শবনম বুবলী, জাকিয়া বারী মম, সাদিয়া জাহান প্রভা, সারিকা সাবরিন, সামিরা খান মাহি, মুমতাহিনা টয়া ও রুকাইয়া জাহান চমক।
অনুষ্ঠানটি দেখা যাবে প্রতিদিন রাত ১০টায়, ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত।