প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৬:২৭ পি.এম
ফরিদপুরের ভাঙ্গায় ৭২ ঘন্টার মধ্যে কেয়ারটেকার ওহাব হত্যাকান্ডে জড়িত তিন ঘাতক গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে চিকিৎসকের বাড়িরর কেয়ারটেকার চাঞ্চল্যকর ওহাব মাতুব্বর হত্যার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত তিন ঘাতকাে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো: আব্দুল জলিল।
পুলিশ সুপার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গত ৮ জানুয়ারি ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের চিকিৎসক জামাল উদ্দিন খলিফার বাড়ি থেকে কেয়ারটেকার ওহাব মাতুব্বর (৭০) নামের এক ব্যাক্তির হাত পা বাঁধা অবস্থায় এবং মাথায় আঘাতের চিহ্নসম্বলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওহাব মাতব্বরের বাড়ি পাশ্ববর্তী তুজারপুর গ্রামে।
বাড়ির মালিক ঢাকায় বসবাস করায় এটি দেখাশোনার দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন অবস্থায় ওই গ্রামের আল আমিন নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে সদরপুর উপজেলা থেকে অভি হাওলাদার ও কোতয়ালী এলাকা থেকে আব্দুর রহমান নামের ব্যাক্তিকে গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত হাতুরি ও স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, ওই বাড়িতে চুরির উদ্দেশ্যে গিয়ে কেয়ারটেকার ওহাব মাতুব্বর তাদের চিনে ফেলায় তাকে কুপিয়ে হাত পা বেঁধে হত্যা করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো: মোকসেদুর রহমান জানান, ওহাব মাতুব্বর হত্যাকাণ্ডের পর নিহতের বোন নুরজাহান বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যাক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta