মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকী। উৎসবের এ দিনটিতে খাওয়াদাওয়ার পাশাপাশি নতুন পোশাক পরে ঘোরাঘুরিও চলে। কিন্তু শুধু নতুন পোশাক পরলেই তো হবে না নিজেকে সুন্দর দেখাতে ঈদের আগেই নিতে হবে ত্বকের যত্ন। পাশাপাশি চুল, হাত-পায়েরও যত্ন নিতে । এজন্য এখনই প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারেন।
হেয়ারকাট : চুল কাটার পরে সেটি ফেসের সাথে ম্যাচ হতে কয়েকদিন সময় লাগে। তাই যদি চুল কাটার পরিকল্পনা থাকে তাহলে এখুনি তা সেরে ফেলুন। তবে নতুন কোনো হেয়ারকাট এখন না করাই ভালো।
মেনি ও পেডিকিউর: রোদে অনেকসময় কাটালে হাত-পায়ে ট্যান পড়ে যায়। উৎসবের দিনটিতে হাত- পায়ের যত্ন ও উজ্জ্বলতা ফেরাতে মেনিকিউর-পেডিকিউর করিয়ে নিতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)