রাজধানীর আজিমপুর কবরস্থান সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম ফেরদৌস (৩৫)। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:শ্যামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজিমপুর কবরস্থানের পাশে একটি চারতলা ভবনে কাজ করছিলেন তারা। এ সময় ফেরদৌস ওপর থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শ্রমিক আরও জানান, নিহত ফেরদৌস নীলফামারীর জলঢাকা থানার মাগুরা গ্রামের জহুরুল হকের সন্তান। আজিমপুরের নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তিনি।
আরো পড়ুন:ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
https://www.youtube.com/watch?v=qXhVSkgZTAM&t=16s
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)