জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার সময় টিম হোটেলে হামজাকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, বাফুফের নির্বাচিত কর্মকর্তাসহ ফেডারেশন কর্তারা উপস্থিত ছিলেন। প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা ও হামজা হোটেলে বসে গল্প করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ২৫ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। তার আগে হামজার আগমণ ও সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের যাবতীয় তথ্য জানাতে দুপুর একটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে দলের যাবতীয় তথ্য জানাবে সংস্থাটি। সন্ধ্যা ৭ টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে বাংলাদেশ দল।
বুধবার সকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে দেখা করেন হামজা। সেখানে উপস্থিত ছিলেন বাফুফের দুই ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দিন চৌধুরী ও ফাহাদ করিম।