ঢাকাই সিনেমার বর্তমান সময়ের ব্যস্ততম নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির এ নাজুক অবস্থার মধ্যেও তার হাতে রয়েছে একাধিক সিনেমা। পাশাপাশি করছেন ফটোশুট।সম্প্রতি বাংলা সিনেমার প্রচার ও প্রসারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হয়েছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। উৎসবে আজ প্রদর্শিত হবে বুবলী অভিনীত সিনেমা দেয়ালের দেশ। এটি পরিচালনা করেছেন মিশুক মনি।
এতে বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ। সিনেমাটি গত বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার উৎসবে দেখার জন্য দর্শক-ভক্তদের আহবান জানান নায়িকা। বুবলী বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ ২৩ বছর ধরে উৎসবটি নিয়মিত আয়োজন করছে। সিনেমাটি উৎসবে এসে উপভোগ করার জন্য দর্শককে বিশেষভাবে অনুরোধ করছি।
উৎসবে আমারও উপস্থিত থেকে সিনেমাটি দেখার ইচ্ছা রয়েছে। এদিকে প্রতি বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বুবলী অভিনীত একাধিক সিনেমা। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের ঈদে মুক্তির মিছিলে রয়েছে তার অভিনীত দুটি সিনেমা জংলি ও পিনিক। সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জংলিতে।এর কাজ শেষ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)