প্রথম নামটা ছিল নেইমারের। চোট নিয়ে তিনি মাঠের বাইরে চলে গিয়েছিলেন। যার ফলে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ থেকে খসে পড়েছিল একটি তারার নাম। এবার সে লড়াইয়ের লাইনআপ থেকে ছিটকে গেল এই ম্যাচের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির নাম। চোটের কারণে তিনিও চলে গেছেন মাঠের বাইরে। প্রকাশিত দলে তার নাম ছিল না। তার আগে ঘোষিত ৩৩ সদস্যের দলে তার নাম ছিল। আর্জেন্টিনা তার ছিটকে যাওয়ার কারণ জানায়নি। তবে কেন দলের অধিনায়ক প্রাথমিক দলে থেকেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি, তার ব্যাখ্যা নিশ্চয়ই রকেট সায়েন্স নয়!
মেসির ছিটকে যাওয়ার কারণটা ছিল ইন্টার মায়ামির সবশেষ ম্যাচ। আটলান্টার বিপক্ষে সোমবার সকালের এই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা করেছিলেন দারুণ এক গোল। তাতে ভর করেই গেল এমএলএস কাপ থেকে ছিটকে পড়ার শোধটা মায়ামি তুলেছিল আটলান্টার ওপর।সে ম্যাচেই চোটটা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। গোলটা করার কিছু সময় পর বাম পায়ে ব্যথা পান তিনি।
আর্জেন্টিনা স্কোয়াড—
গোলরক্ষক– এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুইয়ি, ওয়ালতার বেনিতেজ।
ডিফেন্ডার— নাহুয়েল মলিনা, গনজালো মন্তিয়েল, হেরমান পেৎজেলা, লিওনার্দো বালের্দি, হুয়ান ফইথ, নিকলাস অতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার— লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো দে পল, এক্সেকিয়েল পালাসিওস, আলেক্সিস মাক আলিস্তার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেনজামিন দমিঙ্গেজ, তিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড— নিকলাস গনজালেস, নিকো পাজ, ক্লদিও এচেভেরি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোররেয়া।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)