পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের রাস্তায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে তিন জন নিহত এবং দুই শিশুসহ আরও ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) হামলায় হতাহতের এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।একটি শক্তিশালী বিস্ফোরণ কোয়েটার ব্যস্ত সড়কে নিয়মিত টহলরত একটি পুলিশ ভ্যানের কাছে আঘাত হানে। হামলায় গাড়ির ভিতরে থাকা অফিসারা গুরুতর আহত হন। এ ছাড়া নিরাপত্তা কর্মী, দোকানদার এবং পথচারীসহ কমপক্ষে তিনজন নিহত হন।
পুলিশ সার্জন ডা. আয়েশা ফয়েজের মতে, হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সানডেম্যান হাসপাতালে আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আরবাব কামরান।
বিস্ফোরণের পর স্যান্ডেম্যান হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ সমস্ত ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ডেকে পাঠায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী হামলার তদন্ত শুরু করেছে।
তবে কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। বেলুচিস্তানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। এসব ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীকে প্রায়ই লক্ষ্যবস্তু করা হচ্ছে।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন এবং সন্ত্রাসী হামলায় মূল্যবান মানুষের ক্ষতির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি বলেন, পবিত্র রমজান মাসে এ ধরনের জঘন্য কর্মকাণ্ড সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনার প্রতিফলন ঘটায়। তিনি নিহতদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।
কোয়েটা বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)