বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেজিইএ)-এর ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল (সাগরিকা ইন্টারন্যাশনাল)। এর আগেও তিনি তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি চতুর্থবারের মতো বিজেজিইএ’র চেয়ারম্যান নির্বাচিত হলেন।
সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম পিন্টু (বিকো জুট)। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাসানুল ইসলাম (লিপ্টন জুট ট্রেড ইন্টারন্যাশনাল) এবং ড. মোহাম্মদ কামরুজ্জামান (ইকো বাংলা জুট লিমিটেড)।
বুধবার (৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৩ মে সংগঠনের ৫৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব বুঝে নেয়।
নবনির্বাচিত পরিচালকরা হলেন:
সাজেদুর রহমান (জুট ওয়ার্ল্ড এক্সপোর্ট),
মুরিদুল আলম চৌধুরী (ইউনিভার্স জুট ফাইবার অ্যান্ড ব্যাগ করপোরেশন),
মো. রুহল আমিন (আমিন জুট প্রোডাক্টস),
মোহাম্মদ জিল্লুর রহমান খান (জিল্লুর অ্যান্ড ডটার্স),
সুফিয়ান আহমেদ ওসমানী (মায়ামি ট্রেডিং),
মো. সোহরাব হোসেন (এসএনএল ইন্টারন্যাশনাল),
মো. গোলাম মোর্তজা (জুট মার্ট ইন্টারন্যাশনাল),
কাজী মো. মনির হোসেন (অপরাজেয় লিমিটেড),
জিয়াউদ্দিন আহমেদ (এবি জুট ট্রেডিং)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজেজিইএ’র নতুন কমিটি দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও দৃঢ়ভাবে উপস্থাপন এবং রফতানি বাড়াতে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)