ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন বিরাট কোহলি। এ ছাড়াও ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছিলেন এই তারকা ব্যাটার। এবার আনুষ্ঠানিকভাবে সেই পুরস্কার হাতে পেয়েছেন তিনি। গত জানুয়ারিতে বর্ষসেরা নির্বাচিত হন কোহলি। তবে এতদিন পুরস্কার হাতে পাননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার। সেখানেই তার হাতে বর্ষসেরার পুরস্কার হিসেবে একটি ট্রফি ও ক্যাপ তুলে দেওয়া হয়েছে। সোমবার ( ৩ মে) তাকে দেওয়া পুরস্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে আইসিসি। গত বছর ২৭ ওয়ানডের ২৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি এবং ৮টি হাফ-সেঞ্চুরিতে ৭২.৪৭ গড় এবং ৯৯.১৩ স্ট্রাইক রেটে ১৩৭৭ রান করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের ইনিংস খেলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)