প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৬:০১ এ.এম
আমার জন্মদিনের সেরা উপহার

বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দীর্ঘ সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা দুই ক্রিকেটারের আজকের দিনটা দুই রকম। জীবনের ৩৮তম বসন্তে পা রাখার দিনই সাকিব শুনতে পান হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে জীবনের ইনিংসে লড়ছেন তামিম। এজন্য নিজের বিশেষ দিনেও মন ভালো নেই সাকিবের। ভারাক্রান্ত মনেই দোয়া চেয়েছেন সতীর্থ তামিমের জন্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরো দীর্ঘ হোক।’
সাকিব আরো লেখেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি।তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’ সাকিব এ-ও বলেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta