দীর্ঘদিন ধরে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কালেভদ্রে দুই একটি ম্যাচে তার ব্যাট হাসলেও বেশির ভাগ ম্যাচে সেটি নিজের নামের মতোই শান্ত থাকছে।জাতীয় দলের পরে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) বড় ইনিংস খেলতে পারেননি তিনি। তবে ব্যাট হাতে খারাপ সময় গেলেও সেটি নিয়ে বেশি চিন্তা করছেন না শান্ত।জাতীয় দল ও ডিপিএলে আবাহনীর হয়ে খেলা নাহিদ রানাকে নিয়েও ইতিবাচক কথা বলেছেন তিনি।
এ দিকে তরুণ ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের তুলনা না করতে অনুরোধ করেছেন তিনি। গতকাল নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ব্যর্থতা নিয়ে বলেছেন, 'নিজের ব্যাটিং নিয়ে চিন্তা করছি না। দল যতক্ষণ পর্যন্ত ম্যাচ জিতছে, নিজের ব্যাটিং নিয়ে আমি ঐ ভাবে চিন্তা করছি না।' জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে মিশ্র অভিজ্ঞতা হয়েছে শান্তর। ভারতের বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন।সম্প্রতি মাহফুজুর রহমান রাব্বির সঙ্গে সাকিব আল হাসান কিংবা আরো অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে তরুণ ক্রিকেটারদের তুলনা করা হয় বিভিন্ন অঙ্গনে। এটি ভালোভাবে দেখেন না শান্ত। খুব গুরুত্বপূর্ণ যে, এখানে থেকে কতটুকু উন্নতি করে সামনের দিকে তারা এগিয়ে যাবে। যে সমস্ত তরুণ ক্রিকেটার আসছেন, তাদের নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো। তাদেরকে তাদের কাজটা করতে দেওয়া উচিত। তাহলে তারা সামনের দিনে ভালো প্রতিক্রিয়া দিতে পারবে।'
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)