পাশাপাশি তিনটি উইকেট। এর একটিতে ঘাস একদম ছেঁটে ফেলা হয়েছে। আগামীকাল এই উইকেটেই হবে চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ঠিক পাশের উইকেটেই আবার অনেক ঘাস রাখার কারণ বোধগম্য।পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ যে এখানেই হওয়ার কথা। প্রতিপক্ষের ব্যাটারদের ওপর চড়াও হতে নিজেদের পেসারদের জন্য ঘাসের সজ্জা রেখে দিয়েছে স্বাগতিকরা। তবে তৃতীয় উইকেটটি দূর থেকে দেখে কিছু বোঝার উপায় নেই।
সেটি চট দিয়ে ঢেকে রাখা।ব্যাটিং উইকেটেও গতি দিয়ে স্বাগতিক দলের ব্যাটারদের কাঁপিয়ে ছেড়েছিলেন নাহিদ রানা। গত বছর মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষিক্ত পেসার রাওয়ালপিন্ডিতে খেলেছিলেন দুটি ম্যাচই। এর মধ্যে শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের মিডল অর্ডার ধসিয়ে দেন একাই। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টে পর পর তিন ওভারে তুলে নেন শান মাসুদ, বাবর আজম ও সৌদ শাকিলকে। ৩ উইকেটে ৬২ থেকে হুট করে ৮১ রানে ৬ উইকেট হারানো দলে পরিণত হওয়া স্বাগতিকরা আর ঘুরেই দাঁড়াতে পারেনি।অবশ্য নাহিদের বোলিংয়ের একমুখিতার শক্তিও এই চ্যাম্পিয়নস ট্রফিতেই কাজে লাগাতে চায় বাংলাদেশ, ‘একাদশ গড়ার ক্ষেত্রে উইকেটের চরিত্র ভূমিকা রাখে। দুবাইয়ে ওকে দরকার পড়েনি। তবে রাওয়ালপিন্ডিতে পড়তে পারে।’দরকারে নাহিদ কেমন জ্বলতে জানেন, রাওয়ালপিন্ডিতে খেলা বাংলাদেশের সর্বশেষ টেস্টই দিচ্ছে এর সগৌরব ঘোষণা!
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)