আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারীদের বিশ্বকাপ। ১০ দলের অংশগ্রহণে হবে এবারের নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফর করবে ভারতীয় নারী ক্রিকেট দল। তবে আসন্ন এই সফরে কয়টি ম্যাচ হবে, তা এখনও খোলাসা করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরো পড়ুন:নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট চান তামিম
তবে বিসিবি সূত্র জানিয়েছে, ১০ দিনের সফরে বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে ভারত। শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় নারী দলের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
আরো পড়ুন:২০২৬ ফিফা বিশ্বকাপের সূচি ও ভেন্যু প্রকাশ
তার (নাদেল) ভাষ্যমতে, বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে-এটা চূড়ান্ত। এর আগে, ২০১৪ ও ২০২৩ সালে দুইবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারতীয় নারী ক্রিকেট দল। এ ছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও বসেছিল বাংলাদেশে। সে সেময়ে কক্সবাজারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারতীয় দল।
https://youtu.be/_Wh6M7r03ck?si=9kltx6O0B9WhvKmB
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)