স্থায়ী ক্যাম্পাস স্থাপন ও নাম পরিবর্তনের দাবিতে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম পরিবর্তন করে "বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি" করার সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানান। কালিয়াকৈর ফায়ার সার্ভিস অফিসের সামনে বেলা ১২টা পর্যন্ত তারা অবস্থান নেন এবং ¯েøাগান দেন। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দুপুর ১টার দিকে অবরোধ তুলে দেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের হোসেন জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)