হালের মেধাবী অভিনেত্রী নাজনীন নাহার নিহা। এরইমধ্যে বেশকিছু নাটকের মাধ্যমে আলো ছড়িয়েছেন তিনি। সবশেষ জাকারিয়া সৌখিনের ‘মন দুয়ারী’ নাটকে জিয়াউল ফারুক অপূর্ব’র বিপরীতে অভিনয় করে প্রশংসায় ভেসেছেন এ অভিনেত্রী। রোমান্টিক গল্পের এ নাটকে অনেকটাই সিনেমার আবহ খুঁজে পেয়েছেন দর্শক। আর তাতে অপূর্ব-নিহা জুটি যেন বাজিমাত করেছেন।
অনেক নির্মাতা-প্রযোজক এরপর থেকে নিহাকে নাটকের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে ভাবছেন। দর্শকরাও সেভাবেই তাদের মতামত দিয়েছেন ‘মন দুয়ারী’ নাটকের মন্তব্য ঘরে। এদিকে, সবমিলিয়ে নিহার বৃহস্পতি যেন এখন তুঙ্গে। ঈদের একাধিক বড় আয়োজনের নাটকে অভিনয় করছেন তিনি। এরমধ্যে সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে। শিহাব শাহীনের পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন তৌসিফ মাহবুবের বিপরীতে। এ নাটকে মুখ্য দম্পতির ভূমিকায় দেখা যাবে তাদের। নাটকটিতে আরও অভিনয় করেছেন- মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। নিহা বলেন, এ নাটকসহ ঈদে যে নাটকগুলোর কাজ করেছি তার সব নিয়েই আমি আশাবাদী। কারণ এসব নাটকে নিজেকে নানাভাবে প্রমাণ করার সুযোগ ছিল।নেত্রী হিসেবে ভাঙার সুযোগটা থাকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)