শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছেন প্রতিষ্ঠানটির জুনিয়র কর্মকর্তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মকর্তারা বিএসইসি ঘিরে স্লোগান দিতে থাকেন। চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ তিন কমিশনারকে তারা চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
এ সময় কর্মকর্তারা চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ দাবি করেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। পরে অবরুদ্ধ অবস্থা থেকে চেয়ারম্যান ও তিন কমিশনারকে উদ্ধার করে যৌথবাহিনী। তাদের মতে, বিএসইসি’র ইতিহাসে এবারই প্রথম প্রতিষ্ঠানের ভেতরের লোকজন কমিশনকে অবরুদ্ধ করে রাখে। অন্যদিকে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীরাও বুধবার বিএসইসির সামনে বিক্ষোভ করেন। ওই সময়ে সর্বস্তরের কর্মকর্তারা পঞ্চম ফ্লোরে নেমে আসেন। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময়ে তারা পুরো কমিশনকে অবরুদ্ধ করে রাখেন। এরপর বিএসইসি ভবনের মূল ফটক তালাবদ্ধ রাখা হয়। দুপুর ১টা থেকে রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিএসইসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভে অংশ নেন। জানা গেছে, ৫ আগস্টের পর দেশের অর্থনীতির অন্যান্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও ব্যতিক্রম শুধু শেয়ারবাজার। কমছে তারল্যপ্রবাহ। গত সাড়ে ৬ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক প্রায় ১ হাজার পয়েন্ট কমেছে। এতে ডিএসইর বাজারমূলধন কমেছে ৬০ হাজার কোটি টাকা। সবকিছু মিলে শেয়ারবাজার গভীর খাদের কিনারায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)