ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসটা দীর্ঘদিনের হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস বেশি দিনের নয়। ১৯৭৫ সালে একদিনের ম্যাচের বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু হয় ক্রিকেটের বিশ্ব আসরের। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসে তার ৩২ বছর পর ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায়। সে আয়োজনের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছিল ভারত। অবশ্য এরপরের আসরেই শিরোপা ঘরে তোলে পাকিস্তান। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।পরের বছরই টি-টোয়েন্টির আরেকটি বিশ্ব আসর হয় ওয়েস্ট ইন্ডিজে। আগের দুই আসরে এশিয়ার শ্রেষ্ঠত্ব থাকলেও ২০১০ এর সে আসরের ফাইনালেই উঠতে পারেনি এশিয়ার কোন দেশ। সেবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিজয়ীর হাসি হাসে ইংল্যান্ড।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)