প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৫, ৭:১৫ পি.এম
দেশে ফিরেই গ্রেপ্তার নেতা সাদ্দাম

দুটি হত্যাসহ চার মামলার পলাতক আসামি স্বেচ্ছাসেবক লীগের নেতা সাদ্দাম হোসেনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি।সোমবার (২৭ জানুয়ারি) মধ্য রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তার সাদ্দাম কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি দেবিদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ০৪ ও ০৫ আগস্ট দেবিদ্বার উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দামের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তিনি বিদেশে আত্মগোপনে ছিলেন। তাই তাকে গ্রেপ্তার করতে দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta