
বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর ১২টায় মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার মধ্যরাতে থানার এসআই মোহাম্মাদ আলী ও এসআই মোস্তাফিজ আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ধেরুয়াহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে গোলাম মোস্তাফা বাদশা (৪৩), ধেরুয়াহাটি গ্রামের তোজাম আলীর ছেলে আলমগীর হোসেন (৩০) ও অলোয়া গ্রামের সিরাজ সেখের ছেলে আলহাজ্ব সেখ (৫০)।
মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ওই তিন মাদক ব্যবসায়ী ধেরুয়াহাটি গ্রামে ঘরে বসে গাঁজা বিক্রি করছিল। এ সময় পুলিশ সদস্যরা ছদ্মবেশে মাদকদ্রব্য কেনার জন্য ওই বাড়িতে প্রবেশ করে। এরপর মাদক ব্যবসায়ীদের সঙ্গে দর দামের এক পর্যায়ে গাঁজাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানার এসআই মোহাম্মাদ আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত।