প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১০:০১ পি.এম
লক্ষ্মীপুর রায়পুরে সেনাবাহিনীর অভিযানে ৩০০ পিজ ইয়াবাসহ এক নারী গ্রেফতার

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আয়েশা আক্তার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের ৩নং ওয়ার্ডের আব্দুর রহমান হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আয়েশা একই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মমিনের স্ত্রী। অভিযানের সময় মমিন পালিয়ে গেলেও পালাতে পারেনি তাহার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল আয়েশার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির বিশেষভাবে লুকিয়ে রাখা স্থানে রাখা ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।স্থানীয়রা বলছেন তাদের ইয়াবা বিক্রিতে তারাও অতিষ্ঠ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta