ঢাকাই সিনেমার বর্তমান অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠলেও, দুই ঈদে ইন্ডাস্ট্রি বেশ চাঙা হয়ে ওঠে, এ নিয়ে সংশয় নেই। ঈদকে কেন্দ্র করেই জমে ওঠে ঢাকাই সিনেমার বাজার। তারকানির্ভর ও বড় বাজেটের সিনেমাগুলো ঈদেই মুক্তি দিতে মুখিয়ে থাকেন পরিচালক-প্রযোজকরা। এসব সিনেমায় দেশি শিল্পীর পাশাপাশি বিদেশি শিল্পীদের উপস্থিতিও লক্ষণীয়। সিনেমার প্রতি দর্শক ও মিডিয়ার আকর্ষণ তৈরি করতেই নির্মাতা প্রযোজকরা বিদেশি নায়িকাদের প্রতি ঝুঁকছেন বলেই মনে করছেন অনেকে।
গত কয়েকবছর ধরেই ঈদের সিনেমাগুলোতে বিদেশি নায়িকাদের স্রোত যেন বেড়েছে। বিষয়টি এমন নয় যে, ঈদের সিনেমায় শুধু তারা অভিনয় করছেন। এর আগেও ঢাকাই সিনেমায় বিদেশি নায়িকাদের দেখা গেছে। তবে ইদানীং সেটা একটু বেশিই দেখা যাচ্ছে। বিশেষ করে, নায়ক শাকিব খান তো এখন বিদেশি নায়িকা ছাড়া যেন সিনেমাই করতে পারছেন না। সবশেষ মুক্তিপ্রাপ্ত তার একাধিক সিনেমার নায়িকা ভারতের।শুধুই টালিউড নয়, বলিউডের নায়িকা সোনাল চৌহানসহ মার্কিন অভিনয়শিল্পীরা অভিনয় করছেন বাংলাদেশি সিনেমায়। ’এদিকে টালিউড, বলিউডের পর এবার ঢাকাই সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশে আসছেন পাকিস্তানের অভিনেত্রী ও মডেল জারা আহমেদ। ঢাকাই সিনেমায় সাম্প্রতিক সময়ে পাকিস্তানি অভিনয়শিল্পীদের উপস্থিতি খুঁজে পাওয়া দুষ্কর। সবশেষ ১৯৮৬ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘লেডি স্মাগলার’-এ পাকিস্তানের নায়িকা বাবরা শরীফকে দেখা গিয়েছিল। সম্ভবত সেটিই ছিল শেষ কোনো পাকিস্তানি অভিনেত্রীর ঢাকাই সিনেমার মূল চরিত্রে অভিনয় করা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)