প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৬:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ১২:২১ পি.এম
প্রেম ভাঙলেই আবেদনময়ী

হিন্দি টেলভিশনের অত্যন্ত জনপ্রিয় শো ‘বিগ বস’। আর এই শো থেকেই অনেকে তারকাখ্যাতি পেয়েছেন। যাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী হিমাংশী খুরানা। বিগ বসের ঘর থেকেই বেশ আলোচিত এ অভিনেত্রী।বছর দুয়েক আগে প্রেম ভেঙেছে হিমাংশী খুরানার। তিনি কিন্তু মুষড়ে পড়েননি! উল্টো, তিনি নাকি আরও ‘আবেদনময়ী ’ হয়েছেন! সম্প্রতি এমনটাই জানালেন ‘বিগ বস ১৩’-খ্যাত এ অভিনেত্রী।হিমাংশী জানান, “বিচ্ছেদ নিয়ে আমার মত, যত বার পুরুষ আমায় হতাশ করেছে, তত বার আমার যৌন আকর্ষণ আরও বেড়েছে! এটি পরীক্ষিত সত্য।
হিমাংশীর এ বক্তব্যে তার সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।হিমাংশীর নতুন জীবনের জন্য অগ্রিম শুভকামনাও জানাতে দেখা গেছে অনেককে।সেখান থেকে সম্পর্ক তৈরি হয় তাদের। সময় এগিয়েছে সম্পর্ক গাঢ় হয়েছে। তবে যখনই তাদের বিয়ের খবর রটে, তখনই তাদের প্রেম ভাঙার খবরও প্রকাশ হয়। ২০২৩ সালে সম্পর্কের সুতো ছিঁড়ে আলাদা হন অসীম-হিমাংশী। ভিনধর্মী বলেই পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন সেই খবর।বর্তমানে হিমাংশী নিজের ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন। ঘুরছেন, ফিরছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের হালচাল প্রকাশ করছেন। সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন হিমাংশী। কখনও তিনি বইয়ের পাতায় ডুবে থাকেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta