যুক্তরাষ্ট্রের বেলিজে ধারালো অস্ত্র দিয়ে বিমান ছিনতাই করার চেষ্টা করেছিলেন এক মার্কিন নাগরিক। তার ছুরির আঘাতে আহত হয়েছেন অন্তত ৩ জন যাত্রী। তবে হামলাকারী নিজেও রেহাই পাননি। একই বিমানে থাকা আরেক যাত্রীর গুলিতে নিহত হন তিনি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে যুক্তরাষ্ট্রের বেলিজে ট্রপিক এয়ারের একটি ছোট বিমান ছিনতাইয়ের চেষ্টা করে একজন ছুরিধারী মার্কিন নাগরিক।
সান পেড্রোগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে এই ঘটনাটি ঘটে। ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি হঠাৎ ছুরি দিয়ে যাত্রীদের ওপর আক্রমণ শুরু করে।বেলিজ পুলিশ কমিশনার চেস্টার উইলিয়ামস জানিয়েছেন, নিহত হামলাকারীর নাম আকিনিয়েলা সাওয়া টেলর। তিনি মার্কিন নাগরিক।নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, টেলরকে গুলি করার জন্যে সেই যাত্রীর প্রশংসা করেছেন কমিশনার উইলিয়ামস। তাকে ‘হিরো’ হিসেবেও অভিহিত করেছেন।এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, টেলর কীভাবে বিমানে ছুরি নিয়ে প্রবেশ করেছে, তা এখনও স্পষ্ট নয়।বেলিজিয়ান কর্মকর্তারা চলমান তদন্তে সহায়তার জন্যে ইতোমধ্যে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)