ক্যারিয়ারে বেশ সুসময় পার করছেন অভিনেত্রী তমা মির্জা। চিত্রনায়িকার খোলস থেকে বের হয়ে গত কয়েক বছরে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সিনেমা ও ওয়েবে। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘সুড়ঙ্গ’। ছবিটি যেমন ব্যবসা সফলতা দেখিয়েছে, তেমনি অভিনেত্রী হিসেবে ছবিটি তমাকে নিয়ে গেছে আরও উচ্চতায়। তবে ছবিটির পর একটু সময় নিয়েছেন তিনি। এরইমধ্যে তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’ মুক্তির জন্য প্রস্তুত। বড় আয়োজনের এ সিনেমাটি ঈদে মুক্তি পাবে।
‘সুড়ঙ্গ’র আফরান নিশো-তমা জুটিকে ফের একবার দেখতে পাবেন দর্শক। শিহাব শাহীন পরিচালিত ছবিটি নিয়ে বেশ আশাবাদী তমা। এখানেই শেষ নয়, দ্রুতই আরও একটি ওয়েব ফিল্ম নিয়ে সামনে আসছেন তিনি। রায়হান রাফি পরিচালিত এ ফিল্মের নাম ‘আমলনামা’। সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হচ্ছে চরকি অরিজিনাল ফিল্মটি। ২৮শে ফেব্রুয়ারি বিকালে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পায় ‘আমলনামা’র ফোরটেস্ট বা পূর্বাভাস ভিডিও। যার ক্যাপশনে লেখা, অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি। ভিডিও’র প্রথম দিকের কিছু দৃশ্য আর সংলাপে ধারণা করা যায়, কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর নানারকম অভিব্যক্তিতে ধরা দেন সিনেমাটির অভিনয়শিল্পীরা। সেখানে গল্প বা চরিত্রের কোনো ধারণা পাওয়া যায়নি। তমা ছাড়াও ছবিতে অভিনয় করছেন- জাহিদ হাসান, কামরুজ্জামান কামু, সারিকা প্রমুখ। তমা বলেন, ‘দাগি’ অনেক বড় আয়োজনের একটি ছবি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)