বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের রেলওয়ে স্টেশন এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে গতকাল রাতে বৈদ্যুতিক মিটার, মেইন সুইচ এবং তার উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় গভীর নলকুপের মিটার ও তার চুরির অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে মিটার চোর সনাক্ত করে বগুড়া জেলার সদর থানার নামুজা ইউনিয়নের টেংরা বাজার এলাকা থেকে গতকাল রাত সাড়ে ৮ ঘটিকায় মোমিন নামের চোর চক্রের এক সদস্যকে আটক করে। আটককৃত আব্দুল মোমিন (২২) বগুড়া জেলার সদর থানার নামুজা ইউনিয়নের সাদনা পাড়া গ্রামের সমিরুদ্দিনের ছেলে।
আরো পড়ুন:বগুড়ায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার
এ বিষয়ে আদমদীঘি থানায় উপ-পরিদর্শক নাজমুল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আব্দুল মোমিনের দেওয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে দশ ঘটিকার সময় আদমদীঘি থানার ছাতিয়ান গ্রাম বাজার এলাকা থেকে অপর আসামি মোমিন হোসেনকে পুলিশ আটক করে। মোমিন হোসেন (২৭) আদমদীঘি থানায় ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বাজার এলাকার কাচু মন্ডলের ছেলে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া বর্ণনা মতে আদমদীঘি থানাধীন ছাতিয়ান গ্রাম রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে পরিত্যক্ত জঙ্গলের ভেতর থেকে ওইরাতে একটি বৈদ্যুতিক মিটার, একটি বৈদ্যুতিক মেইন সুইচ এবং বৈদ্যুতিক তারের একটি ঝোপা উদ্ধার করে জব্দ তালিকায় দেখানো হয়েছে।
আরো পড়ুন:বগুড়া আদমদীঘিতে ভাষা দিবস উদযাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় চুরি মামলা দায়ের করে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
https://www.youtube.com/watch?v=xTZkdcWnlcI&t=1s
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)