প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫, ৩:৩৬ পি.এম
ফের রিমান্ড ও নতুন মামলায় গ্রেফতার

রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তাসহ ২২ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকার সিএমএম আদালতে এসব আদেশ দেন আদালত।
সকালে আনিসুল হক, সালমান এফ রহমান, ডা. দীপু মনি, শমসের মবিন চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, গোলাম কিবরিয়া টিপু, সাদেক খানসহ একে একে গ্রেফতার নেতা ও পুলিশ কর্মকতাদের আদালতে আনা হয়।শাহবাগ থানার মামলায় গোলাম কিবরিয়া টিপু, মোহাম্মদপুর থানার দু'টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাদেক খানকে। যাত্রাবাড়ী থানার দু’টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জুনাইদ আহমেদ পলককে। এছাড়াও যাত্রাবাড়ী থানার চার'টি মামলায় আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ডা. দীপু মনিকেও।মোস্তফা জামাল এবং রোকেয়া জামালকে গ্রেফতার দেখানো হয়।যাত্রাবাড়ী থানার দু’টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমানকে এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৩ দিনের রিমান্ডে।আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, শমসের মবিন চৌধুরী এবং জুনাইদ আহমেদ পলক ৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।ওসি আবুল হাসান এবং তানজিল আহমেদ ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta