ফ্যাশনের দিক দিয়ে অনেকের চেয়ে এগিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আধুনিক ফ্যাশনে নিজেকে মেলে ধরেছেন বিভিন্ন সময়। এবার রূপ-বৈচিত্র্যের জন্য সম্মাননা পেলেন জয়া। গত সোমবার সন্ধ্যায় কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হলো ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। টালিউডের জনপ্রিয় তারকারা
এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেক তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন। সেখানেই সকলের মাঝে বছরের সেরা ‘ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড’ অর্জন করেন জয়া আহসান। প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শো’র আয়োজন করা হয়। আর সেখানেই তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। পুরস্কার প্রাপ্তির পর সমাজমাধ্যমে সুখবরটি অনুরাগীদের কাছে ভাগ করে নেন অভিনেত্রী। তিনি লিখেন, এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে। এর আগেও অভিনয়ের জন্য একাধিক ফিল্মফেয়ার জিতেছেন জয়া। উল্লেখ্য, বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য মর্যাদাকর পুরস্কারের আসর ফিল্মফেয়ার। আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেয়া হয় সেরাদের।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)