বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৩ এপ্রিল) ভোররাতে মেহেরপুর সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে শহরের বড়বাজার এলাকায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৮ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে মেহেরপুর সদর থানায় দায়ের হওয়া একটি মামলার (মামলা নং-২০) ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর সেলিম। সঙ্গে ছিলেন এসআই প্রহ্লাদ এবং ডিবি পুলিশের একটি দল। গ্রেফতারের পর অ্যাডভোকেট আব্দুস সালামকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)