নাটোরের বড়াইগ্রামে শিশু বলাৎকারের অভিযোগে আব্দুর রহিম কালু (২৭)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ওই শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম কালু বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদরাসার শিক্ষক এবং নাটোর সদরের কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮মে তালশো আল-জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদারসার শিক্ষক আব্দুর রহিম কালু সন্ধ্যার পরে ভিকটিম ওই মাদারাসার পঞ্চম শ্রেণির ছাত্রকে কাজ আছে বলে মোটরসাইকেলে করে তার বাড়ি থেকে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে জোরপূর্বক বলাৎকার করে। পরে ওই শিক্ষক ভিকটিমকে তার বাড়িতে নামিয়ে দিয়ে যায়। এই ঘটনায় ভিকটিম কান্নাকাটি করে তার বাবাকে ঘটনাটি খুলে বলে। পরে তার বাবা চিকিৎসার জন্য তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে ২১ মে মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
মামলার বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, চার বছর ধরে মামলার সাক্ষী গ্রহণ এবং শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)