১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলার সন্দেহভাজন এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্ত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কানাডার আদালত। এয়ার ইন্ডিয়ার ওই বিমানে হামলার সন্দেহে ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক শিখ সম্প্রদায়ের এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে দুইজনকে আটক করা হয়। এদের মধ্যে একজনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। আরেক আসামির রায় আগামী শুক্রবার ঘোষণা করা হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ২০২২ সালে শিখ ব্যবসায়ী রিপুধামান সিং মালিককে হত্যার দায়ে গ্রেপ্তার হন ট্যানার ফক্স (২৪) এবং জোসে লোপেজ। গত বছরের অক্টোবরে নিজেদের দোষ স্বীকার করে নেন তারা। মঙ্গলবার ফক্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আদালত জানিয়েছে, আগামী ২০ বছর তার প্যারোলে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। হত্যার শিকার ওই শিখ ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার মামলার আসামি ছিলেন। অবশ্য পরে তিনি খালাস পান।
রায়ের দিন আদালত প্রাঙ্গণে আবেগঘন পরিবেশ তৈরি হয়। রায় প্রকাশের আগে মালিকের আত্মীয়রা হত্যার জন্য যারা ফক্সকে ভাড়া করেছিল তাদের নাম প্রকাশের অনুরোধ জানায়। মালিকের ছেলের স্ত্রী সুন্দিপ কাউর ধাওয়ালি ফক্সকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনার কাছে বিনীত অনুরোধ করছি আপনি দয়া করে নির্দেশদাতাদের নাম প্রকাশ করুন। ২০২২ সালের ১৪ জুলাই কানাডার বৃটিশ কলাম্বিয়া প্রদেশের সারাতে গাড়িতে থাকা অবস্থায় মালিককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পড়ে ঘটনাস্থালে পুলিশ একটি পুড়ে যাওয়া গাড়ি পায়। মূলত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধেই ফক্স এবং লোপেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে দেয়া জবানবন্দিতে নিজেদের দোষও স্বীকার করেছেন তারা। প্রসঙ্গত, ১৯৮৫ সালের ২৩ জুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছিল। এর একটি ছিল কানাডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। এই হামলা মামলার আসামি ছিলেন রিপুধামান। মামলাটি থেকে খালাস পাওয়ার এক দশকের বেশি সময় পর তাকে হত্যা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)