নোয়াখালীর চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে আগুন লেগে অন্তত ছয়টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে বাজারে আগুন দেখতে পান কয়েকজন ব্যবসায়ী। পরে ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একটি ছাপাখানা দোকান, একটি প্লাস্টিকের খেলনা দোকানসহ অন্তত ছয়টি দোকান পুড়ে গেছে।এ বিষয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা চার্জ দেওয়ার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ছয়টি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)