নাটোরের সিংড়ায় রাস্তা নির্মাণের তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১০মার্চ) গত রাতে উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে স্থানীয় বিএনপি কর্মী রুহুল ও আওয়ামী লীগ কর্মী ইউপি মেম্বার মকলেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয় পাঁচজন।আহতরা হলেন- রুহুল আমিন (৬৫) ও তার স্ত্রী জেসমিন বেগম (৫০), জিল্লুর রহমান (৫০), রনি আকন্দ (২২), রঙ্গেলা বেওয়া (৮০)। তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ইউপি সদস্য মকলেছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ ঘটনার কিছুই জানি না।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, রাস্তা তৈরি করার ঘটনায় সংঘর্ষ হলেও এটিকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সঞ্জয় কুমার সরকার জানান, ঘটনাটি আমি শুনেছি এবং এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হোসাইনকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)