
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ মে) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে।
স্মরণ সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে একটি কবিতা বলার মধ্য দিয়ে তার রাজনৈতিক আদর্শ এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সঠিক গনতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।