প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ২:৪৩ পি.এম
সমালোচনার মুখে কোহলি

মোস্তাফিজুর রহমান তখন সবেমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন, ক্যারিয়ারের প্রথম সিরিজ খেলছেন। সেই মোস্তাফিজের দুর্দান্ত কাটারে ভারতের মতো শক্তিশালী দল হয় পর্যদুস্ত। ওই সিরিজেই এক পর্যায়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ২০ বছরের মোস্তাফিজকে কাঁধ দিয়ে জোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন তখনকার ৩৪ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি। ধোনির যে কাণ্ড নিয়ে আলোচনা চলে এখনও। এবার ঠিক একইরকম কাজ করলেন বিরাট কোহলি।
৩৬ বছরের কোহলি এক পর্যায়ে ঘটনা গড়াতে পারে আইসিসির টেবিল পর্যন্ত।স্যাম কনস্টাসকে ধাক্কা কাণ্ডের বিষয়টি আইসিসি অফিশিয়ালরা যেন পর্যালোচনা করেন, সেই দাবি তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগ্রাসী 'টিন এজার' ওপেনারের মনোসংযোগ নষ্ট করতেই হোক কিংবা অন্য কোনো কারণে, কনস্টাসকে পিচের কাছে কাঁধে ধাক্কা মেরে ভীষণ সমালোচিত হচ্ছেন কোহলি। সোশ্যাল মিডিয়া থেকে কমেন্ট্রি বক্স, সর্বত্রই কোহলি-কনস্টাস টক্কর নিয়ে আলোচনা হচ্ছে।
অস্ট্রেলিয়ান ওপেনার দিক বদলাননি, ভারতীয় কিংবদন্তিও একই লাইনে হেঁটে যান। এরপর দুজনের ধাক্কা লাগে। কোহলি তখন ঘুরে দাঁড়িয়ে কনস্টাসের উদ্দেশে কিছু বাক্যবাণ ছুঁড়ে দেন। এরপর উসমান খাজা এসে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। অন ফিল্ড আম্পায়াররাও কথা বলেন কোহলি এবং কনস্টাসের সঙ্গে। ক্রিকেট আইনের ২.১২ ধারা অনুযায়ী মাঠে কোনও ক্রিকেটার, সহকারী স্টাফ, আম্পায়ার বা রেফারি, দর্শকদের সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংঘর্ষ ঘটালে শাস্তি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta