Dhaka 9:13 am, Friday, 13 June 2025

২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস

২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস আবারও বিশ্বব্যাপী মানবসেবার অনন্য নজির গড়লেন। সম্পদের ৯৯ শতাংশ দান করার ঘোষণা দেওয়ার পর এবার তিনি জানিয়েছেন, আগামী ২০ বছরে তার সম্পদের বেশিরভাগই ব্যয় হবে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে।

৬৯ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, “স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আফ্রিকার প্রতিটি দেশকে একটি সমৃদ্ধির পথে নিতে হবে।”

ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “সম্প্রতি আমি প্রতিজ্ঞা করেছি, আগামী দুই দশকে আমার সম্পদ দান করা হবে। এই তহবিলের বেশিরভাগই আফ্রিকার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যয় করা হবে।”

বিল গেটসের মতে, গর্ভবতী হওয়ার আগেই নারীর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা, শিশুদের প্রথম চার বছর পুষ্টিকর খাবার দেওয়া—এই বিষয়গুলোর ওপর নজর দিতে হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম সংক্রামক রোগমুক্ত ও সক্ষম হবে।

তিনি তরুণ উদ্ভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মোবাইল ফোন যেমন ব্যাংকিংয়ে বিপ্লব এনেছে, তেমনি এখনই সময়—স্বাস্থ্যখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করার।”

রুয়ান্ডাকে উদাহরণ হিসেবে তুলে ধরে গেটস বলেন, সেখানে ইতোমধ্যেই AI-ভিত্তিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তি দিয়ে উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস

Update Time : 04:33:32 pm, Tuesday, 3 June 2025

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস আবারও বিশ্বব্যাপী মানবসেবার অনন্য নজির গড়লেন। সম্পদের ৯৯ শতাংশ দান করার ঘোষণা দেওয়ার পর এবার তিনি জানিয়েছেন, আগামী ২০ বছরে তার সম্পদের বেশিরভাগই ব্যয় হবে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে।

৬৯ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, “স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আফ্রিকার প্রতিটি দেশকে একটি সমৃদ্ধির পথে নিতে হবে।”

ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “সম্প্রতি আমি প্রতিজ্ঞা করেছি, আগামী দুই দশকে আমার সম্পদ দান করা হবে। এই তহবিলের বেশিরভাগই আফ্রিকার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যয় করা হবে।”

বিল গেটসের মতে, গর্ভবতী হওয়ার আগেই নারীর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা, শিশুদের প্রথম চার বছর পুষ্টিকর খাবার দেওয়া—এই বিষয়গুলোর ওপর নজর দিতে হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম সংক্রামক রোগমুক্ত ও সক্ষম হবে।

তিনি তরুণ উদ্ভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মোবাইল ফোন যেমন ব্যাংকিংয়ে বিপ্লব এনেছে, তেমনি এখনই সময়—স্বাস্থ্যখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করার।”

রুয়ান্ডাকে উদাহরণ হিসেবে তুলে ধরে গেটস বলেন, সেখানে ইতোমধ্যেই AI-ভিত্তিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তি দিয়ে উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করা হচ্ছে।