সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে ঢাকা-রংপুর মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের নির্দেশনায় নিষিদ্ধ পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।সোমবার বিকেলে অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী কর্মকর্তা তুহিন আলম। অভিযানে সহায়তা করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের একটি দল।
অভিযানে প্রায় ১০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ২ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জব্দ করা পলিথিনের মালিক আসাদুল ইসলাম। তিনি রংপুরের পীরগাছা উপজেলার মনিরামপুর গ্রামের ফজল হকের ছেলে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী বলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)