রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১০ ফেব্রুয়ারী সোমবার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (সিএসএডবিøউএম) (ডিএই পার্ট) প্রল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি রেলী কৃষি অফিস থেকে শুরু হয়ে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি রাজবাড়ীর উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম এবং বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে অতিথিগণ মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। শেষে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি রাজবাড়ীর উপ-পরিচালক ড, মোঃ শহিদুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ হোসেন মাহমুদ, উপজেলা প্রণি সম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ নাঈম আহম্মেদ, এনজিও প্রতিনিধি মোঃ শাহজাহান, সাংবাদিক সনজিত কুমার দাশ, কৃষক মোঃ মনির হোসেন, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ প্রসাদ বিশ্বাস প্রমুখ। বক্তারা কৃষির উপর উন্নত প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। তারা জল বায়ুকে দুষলেন। অতিরিক্ত কলকারখানা স্থাপনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় কৃষিতে এর প্রভাব পড়ছে। ক্লাইমেট প্রযুক্তি ব্যবহারে জলবায়ু ততটা ক্ষতি সাধন করতে পারবে না বলে তিনি বলেন। তিনি কৃষি বিভাগের সহযোগিতা নিতে কৃষকদের পরামর্শ দেন। মেলায় কৃষি প্রযুক্তির উপর হাতে কলমে শেখানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)